নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজনৈতিক তাত্ত্বিক সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সিরাজুল আলম খানের জন্মস্থান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুরে তাঁর ভক্ত অনুরাগীরা তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা করেন।
সকালে জেএসডি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দলের সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টুর নেতৃত্বে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সিরাজুল আলম খানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলির পর সিরাজুল আলম খানের ঐতিহাসিক কীর্তি ও রাজনৈতিক দর্শন নিয়ে আলীপুর রাজ দরবার হলে আলোচনা সব অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম খোকন। বক্তব্য রাখেন জেএসডির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, জেলা জেএসডি সাধারণ সম্পদক নুর রহমান, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাহাব উদ্দিন, নোয়াখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক, আবু নাসের মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পদক আকবর হোসেন সোহাগ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, সিরাজুল আলম খান সেন্টার নোয়াখালীর সমন্বয়ক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা নুর নবী মানিক, আলাউদ্দিন খাঁন চেয়ারম্যান, গোলাম রাব্বানী, ভিপি আব্দুর সাত্তার, কমরেড মমিন উল্লাহ, রাজু আহমেদ রাজু, মামুনুর রশিদ আল মামুন, গণসংগীত শিল্পী আব্দুল মান্নান, দেলওয়ার হোসেন স্বপন, আব্দুল মালেক ইঞ্জিনিয়ার, মজিবুর রহমান রুবেল, মনির আহামেদ, মোহাম্মদ শাহজাহান প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সিরাজুল আলম খানবাঙালির ‘জাতি রাষ্ট্র’ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯৬২ সালে গঠিত গোপন সংগঠন ‘নিউক্লিয়াস’ প্রতিষ্ঠাতা করেন। তিনি ১৯৬৩ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জয়বাংলা বাহিনী গঠন, জয় বাংলা শ্লোগান তাঁর অবদান। তিনি ১৯৭২ সালের ৩১ অক্টোবর আওয়ামী লীগ থেকে আলাদা হয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ গঠন করেন।
বক্তারা মুক্তিযুদ্ধ এবং এর আগে-পরে ইতিহাসের নানা বাকে সিরাজুল আলম খানের অবদান তুলে ধরে তাঁর আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।
সিরাজুল আলম খান গত বছর ৯ জুন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।বিকেলে কর্ণেল তাহের সংসদ নোয়াখালীর পক্ষ থেকে সিরাজুল আলম খানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এসএম রহিম উল্যাহ, খায়রুল বাশার কেবি, শ্যকমল কান্তি, মফিজুর রহমান, গিয়াস উদ্দিন রিপন, জহিরুল হক চৌধুরী রানা, নূরে আলম সিদ্দিকী, লকিয়ত উল্যাহ মান্নন, মানিক সরকার, মোশাররফ হায়দার জাহাঙ্গীর, সিরাজুল হক মাসুদ প্রমুখ।