SAK Center, Author at Serajul Alam Khan Center https://sakcenter.org/author/sak/ a beacon of knowledge, research, and intellectual discourse. Tue, 08 Apr 2025 11:48:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://sakcenter.org/wp-content/uploads/2024/08/cropped-sak-32x32.png SAK Center, Author at Serajul Alam Khan Center https://sakcenter.org/author/sak/ 32 32 রাষ্ট্র সংস্কারের লক্ষ্য হবে অংশীদারিত্বের গণতন্ত্র : আ স ম রব https://sakcenter.org/2025/04/11/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af/ https://sakcenter.org/2025/04/11/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af/#respond Fri, 11 Apr 2025 07:46:24 +0000 https://sakcenter.org/?p=37880 স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রাষ্ট্র সংস্কারের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত, বিদ্যমান সংকুচিত গণতন্ত্রের পরিবর্তে বিকাশমান সমাজশক্তির অংশীদারিত্বভিত্তিক গণতন্ত্র। এই রাজনৈতিক ব্যবস্থায় সমস্ত জনগণের স্বার্থ রক্ষাকারী নতুন এক রাষ্ট্রশক্তির উদ্ভব ঘটবে। বিদ্যমান দমনমূলক ও অগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার বিপরীতে এটা হবে মূলত জনগণের প্রকৃত ক্ষমতায়নের রাজনৈতিক বন্দোবস্ত। সোমবার (৬...

The post রাষ্ট্র সংস্কারের লক্ষ্য হবে অংশীদারিত্বের গণতন্ত্র : আ স ম রব appeared first on Serajul Alam Khan Center.

]]>
স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রাষ্ট্র সংস্কারের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত, বিদ্যমান সংকুচিত গণতন্ত্রের পরিবর্তে বিকাশমান সমাজশক্তির অংশীদারিত্বভিত্তিক গণতন্ত্র। এই রাজনৈতিক ব্যবস্থায় সমস্ত জনগণের স্বার্থ রক্ষাকারী নতুন এক রাষ্ট্রশক্তির উদ্ভব ঘটবে। বিদ্যমান দমনমূলক ও অগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার বিপরীতে এটা হবে মূলত জনগণের প্রকৃত ক্ষমতায়নের রাজনৈতিক বন্দোবস্ত।

সোমবার (৬ জানুয়ারি) স্বাধীনতা আন্দোলন ও সশস্ত্র সংগ্রামের প্রধান সংগঠক সিরাজুল আলম খানের ৮৪তম জন্মদিন উপলক্ষ্যে সিরাজুল আলম খান সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আ স‌ ম আবদুর রব এসব কথা বলেন।

দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আবদুর রব বলেন, বিকাশমান রাজনৈতিক শক্তির রাজনৈতিক ভূমিকা শাসনতান্ত্রিকভাবে প্রবর্তিত হলে, একনায়কত্ব, ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তিগুলোর রাজনৈতিক কার্যকলাপ চূর্ণ করার সুযোগ সৃষ্টি হবে। প্রচলিত রাজনীতি সৃষ্টিশীল জাগরণের মুখে চ্যালেঞ্জে পড়বে।

তিনি আরও বলেন, এই অংশীদারিত্বভিত্তিক রাজনীতির প্রবক্তা হলেন সিরাজুল আলম খান। যিনি বহু বছর পূর্বে বিদ্যমান সংবিধানের পরিবর্তে নতুন সংবিধান প্রবর্তনের জন্য শাসনতন্ত্র ও শাসনতান্ত্রিক রূপরেখা হাজির করেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণ, জাতিরাষ্ট্রের বিকাশ নিশ্চিত করা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় সিরাজুল আলম খানের রাজনীতি অনিবার্য। বিদ্যমান ফ্যাসিবাদীব্যবস্থা বিলোপে অংশীদারিত্বের গণতন্ত্রই একমাত্র বিকল্প রাজনৈতিক মডেল।

আলোচনা সভায় বক্তব্য দেন ডক্টর সলিমুল্লাহ খান, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাজমুল হক প্রধান, রাশেদ খান, সাখাওয়াত হোসেন টুটুল প্রমুখ।

অনুষ্ঠনে সভাপতিত্ব করেন সিরাজুল আলম খান সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান রায়হানুল ইসলাম।

সভাপতির বক্তব্যে (অনলাইনে সংযুক্ত) তিনি বলেন, বিগত দিনে যখন যারা ক্ষমতায় গিয়েছে তখন তারা নিজেরাই স্বাধীনতার কৃতিত্ব দাবি করেছে। স্বাধীনতার ইতিহাসকে দলীয়করণ করতে দেওয়া হবে না। সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্রের কাজের মধ‍্যে বাংলার ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে গবেষণা হবে। তিনি আরও বলেন, সব বড় রাজনৈতিক দলের ভেতর সংস্কার প্রয়োজন। এক ব্যক্তির নিয়ন্ত্রিত সংস্কৃতির চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দলের ভেতর গণতন্ত্র চর্চা না থাকলে সরকারে যাওয়ার পর গণতন্ত্রের প্রতি সম্মান থাকে না।

অনুষ্ঠানে সিরাজুল আলম খানের সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী, রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

News Sources

The post রাষ্ট্র সংস্কারের লক্ষ্য হবে অংশীদারিত্বের গণতন্ত্র : আ স ম রব appeared first on Serajul Alam Khan Center.

]]>
https://sakcenter.org/2025/04/11/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af/feed/ 0 37880
সিরাজুল আলম খানের জন্মদিন পালিত https://sakcenter.org/2025/04/10/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf/ https://sakcenter.org/2025/04/10/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf/#respond Thu, 10 Apr 2025 07:44:11 +0000 https://sakcenter.org/?p=37876 স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের ৮৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) ‘সিরাজুল আলম খান সেন্টার ও রিসার্চ ইনস্টিটিউট’ কর্তৃক আয়োজিত সভায় জেএসডি সভাপতি আ স‌ ম আবদুর রব, অধ্যাপক সলিমুল্লাহ খান, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন,  বাংলাদেশ জাসদের নেতা নাজমুল হক প্রধান, রাশেদ খান, সাখাওয়াত হোসেন টুটুল...

The post সিরাজুল আলম খানের জন্মদিন পালিত appeared first on Serajul Alam Khan Center.

]]>
স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের ৮৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) ‘সিরাজুল আলম খান সেন্টার ও রিসার্চ ইনস্টিটিউট’ কর্তৃক আয়োজিত সভায় জেএসডি সভাপতি আ স‌ ম আবদুর রব, অধ্যাপক সলিমুল্লাহ খান, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন,  বাংলাদেশ জাসদের নেতা নাজমুল হক প্রধান, রাশেদ খান, সাখাওয়াত হোসেন টুটুল প্রমুখ বক্তৃতা করেন।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘রাষ্ট্র সংস্কারের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত, বিদ্যমান সংকুচিত গণতন্ত্রের পরিবর্তে বিকাশমান সমাজশক্তির অংশীদারত্বভিত্তিক গণতন্ত্র। এই রাজনৈতিক ব্যবস্থায় সমস্ত জনগণের স্বার্থ রক্ষাকারী নতুন এক রাষ্ট্রশক্তির উদ্ভব ঘটবে। বিদ্যমান দমনমূলক ও অগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার বিপরীতে এটা হবে মূলত জনগণের প্রকৃত ক্ষমতায়নের রাজনৈতিক বন্দোবস্ত।’

‘বিকাশমান রাজনৈতিকশক্তির রাজনৈতিক ভূমিকা শাসনতান্ত্রিকভাবে প্রবর্তিত হলে, একনায়কত্ব, ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তিরগর রাজনৈতিক কার্যকলাপ চূর্ণ করার সুযোগ সৃষ্টি হবে, প্রচলিত রাজনীতি সৃষ্টিশীল জাগরণের মুখে চ্যালেঞ্জে পড়বে।’

তিনি আরও বলেন, ‘এই অংশীদারত্বভিত্তিক রাজনীতির প্রবক্তা হলেন সিরাজুল আলম খান। যিনি বহু বছর পূর্বে বিদ্যমান সংবিধানের পরিবর্তে নতুন সংবিধান প্রবর্তনের জন্য শাসনতন্ত্র ও শাসনতান্ত্রিক রূপরেখা হাজির করেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণ, জাতিরাষ্ট্রের বিকাশ নিশ্চিত করা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় সিরাজুল আলম খানের রাজনীতি অনিবার্য।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল আলম খান সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান রায়হানুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সিরাজুল আলম খানের গড়ে তোলা যুব সংগঠন যুব বাঙালির কেন্দ্রীয় সংগঠক মো. আলী পারভেজসহ দাদা ভাইয়ের সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী, রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা।

News Sources

The post সিরাজুল আলম খানের জন্মদিন পালিত appeared first on Serajul Alam Khan Center.

]]>
https://sakcenter.org/2025/04/10/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf/feed/ 0 37876
নোয়াখালীতে সিরাজুল আলম খানের মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন https://sakcenter.org/2025/04/09/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae/ https://sakcenter.org/2025/04/09/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae/#respond Wed, 09 Apr 2025 11:43:13 +0000 https://sakcenter.org/?p=37884 নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজনৈতিক তাত্ত্বিক সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সিরাজুল আলম খানের জন্মস্থান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুরে তাঁর ভক্ত অনুরাগীরা তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা করেন। সকালে জেএসডি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দলের সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টুর নেতৃত্বে কেন্দ্রীয়...

The post নোয়াখালীতে সিরাজুল আলম খানের মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন appeared first on Serajul Alam Khan Center.

]]>
নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজনৈতিক তাত্ত্বিক সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার সিরাজুল আলম খানের জন্মস্থান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুরে তাঁর ভক্ত অনুরাগীরা তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা করেন।

সকালে জেএসডি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দলের সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টুর নেতৃত্বে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সিরাজুল আলম খানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলির পর সিরাজুল আলম খানের ঐতিহাসিক কীর্তি ও রাজনৈতিক দর্শন নিয়ে আলীপুর রাজ দরবার হলে আলোচনা সব অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম খোকন। বক্তব্য রাখেন জেএসডির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, জেলা জেএসডি সাধারণ সম্পদক নুর রহমান, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাহাব উদ্দিন, নোয়াখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক, আবু নাসের মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পদক আকবর হোসেন সোহাগ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, সিরাজুল আলম খান সেন্টার নোয়াখালীর সমন্বয়ক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা নুর নবী মানিক, আলাউদ্দিন খাঁন চেয়ারম্যান, গোলাম রাব্বানী, ভিপি আব্দুর সাত্তার, কমরেড মমিন উল্লাহ, রাজু আহমেদ রাজু, মামুনুর রশিদ আল মামুন, গণসংগীত শিল্পী আব্দুল মান্নান, দেলওয়ার হোসেন স্বপন, আব্দুল মালেক ইঞ্জিনিয়ার, মজিবুর রহমান রুবেল, মনির আহামেদ, মোহাম্মদ শাহজাহান প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সিরাজুল আলম খানবাঙালির ‘জাতি রাষ্ট্র’ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯৬২ সালে গঠিত গোপন সংগঠন ‘নিউক্লিয়াস’ প্রতিষ্ঠাতা করেন। তিনি ১৯৬৩ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জয়বাংলা বাহিনী গঠন, জয় বাংলা শ্লোগান তাঁর অবদান। তিনি ১৯৭২ সালের ৩১ অক্টোবর আওয়ামী লীগ থেকে আলাদা হয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ গঠন করেন।

বক্তারা মুক্তিযুদ্ধ এবং এর আগে-পরে ইতিহাসের নানা বাকে সিরাজুল আলম খানের অবদান তুলে ধরে তাঁর আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।

সিরাজুল আলম খান গত বছর ৯ জুন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।বিকেলে কর্ণেল তাহের সংসদ নোয়াখালীর পক্ষ থেকে সিরাজুল আলম খানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এসএম রহিম উল্যাহ, খায়রুল বাশার কেবি, শ্যকমল কান্তি, মফিজুর রহমান, গিয়াস উদ্দিন রিপন, জহিরুল হক চৌধুরী রানা, নূরে আলম সিদ্দিকী, লকিয়ত উল্যাহ মান্নন, মানিক সরকার, মোশাররফ হায়দার জাহাঙ্গীর, সিরাজুল হক মাসুদ প্রমুখ।

The post নোয়াখালীতে সিরাজুল আলম খানের মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন appeared first on Serajul Alam Khan Center.

]]>
https://sakcenter.org/2025/04/09/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae/feed/ 0 37884
মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলম খানের জন্মদিন পালিত https://sakcenter.org/2025/04/09/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a6%a0%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be/ https://sakcenter.org/2025/04/09/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a6%a0%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be/#respond Wed, 09 Apr 2025 07:38:54 +0000 https://sakcenter.org/?p=37872 স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের ৮৪তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) ‘সিরাজুল আলম খান সেন্টার ও রিসার্চ ইনস্টিটিউট’ আয়োজিত সভায় জেএসডি সভাপতি আ স‌ ম আবদুর রব, অধ্যাপক সলিমুল্লাহ খান, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশ জাসদের নেতা নাজমুল হক প্রধান, রাশেদ খান, সাখাওয়াত হোসেন টুটুল প্রমুখ...

The post মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলম খানের জন্মদিন পালিত appeared first on Serajul Alam Khan Center.

]]>
স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের ৮৪তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) ‘সিরাজুল আলম খান সেন্টার ও রিসার্চ ইনস্টিটিউট’ আয়োজিত সভায় জেএসডি সভাপতি আ স‌ ম আবদুর রব, অধ্যাপক সলিমুল্লাহ খান, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশ জাসদের নেতা নাজমুল হক প্রধান, রাশেদ খান, সাখাওয়াত হোসেন টুটুল প্রমুখ বক্তব্য দেন।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, রাষ্ট্র সংস্কারের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত বিদ্যমান সংকুচিত গণতন্ত্রের পরিবর্তে বিকাশমান সমাজ শক্তির অংশীদারত্ব ভিত্তিক গণতন্ত্র। এ রাজনৈতিক ব্যবস্থায় সব জনগণের স্বার্থ রক্ষাকারী নতুন এক রাষ্ট্রশক্তির উদ্ভব ঘটবে। বিদ্যমান দমনমূলক ও অগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার বিপরীতে এটা হবে মূলত জনগণের প্রকৃত ক্ষমতায়নের রাজনৈতিক বন্দোবস্ত।

তিনি বলেন, বিকাশমান রাজনৈতিক শক্তির রাজনৈতিক ভূমিকা শাসনতান্ত্রিকভাবে প্রবর্তিত হলে একনায়কত্ব, ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তির রাজনৈতিক কার্যকলাপ চূর্ণ করার সুযোগ সৃষ্টি হবে, প্রচলিত রাজনীতি সৃষ্টিশীল জাগরণের মুখে চ্যালেঞ্জে পড়বে।

আ স ম আবদুর রব বলেন, এই অংশীদারত্ব ভিত্তিক রাজনীতির প্রবক্তা হলেন সিরাজুল আলম খান। যিনি বহু বছর আগে বিদ্যমান সংবিধানের পরিবর্তে নতুন সংবিধান প্রবর্তনের জন্য শাসনতন্ত্র ও শাসনতান্ত্রিক রূপরেখা হাজির করেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণ, জাতি রাষ্ট্রের বিকাশ নিশ্চিত করা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় সিরাজুল আলম খানের রাজনীতি অনিবার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল আলম খান সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান রায়হানুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সিরাজুল আলম খানের গড়ে তোলা যুব সংগঠন যুব বাঙালির কেন্দ্রীয় সংগঠক মো. আলী পারভেজসহ দাদা ভাইয়ের সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী, রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা।

The post মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলম খানের জন্মদিন পালিত appeared first on Serajul Alam Khan Center.

]]>
https://sakcenter.org/2025/04/09/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a6%a0%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be/feed/ 0 37872
সিরাজুল আলম খানের দর্শন অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রগঠনে দিশারি: আ স ম রব https://sakcenter.org/2025/04/08/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%85/ https://sakcenter.org/2025/04/08/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%85/#respond Tue, 08 Apr 2025 07:35:54 +0000 https://sakcenter.org/?p=37868 স্বাধীনতার পতাকা উত্তোলক এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, সিরাজুল আলম খান জাতি-রাষ্ট্র নির্মাণে একদিকে যেমন রূপকার ও প্রধান কারিগর ছিলেন, তেমনি জাতীয়তাবাদ বিকাশের পথ প্রদর্শক হিসেবেও ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। তার রাজনৈতিক কর্মসূচি অংশগ্রহণমূলক গণতন্ত্রের নতুন ভিত্তি স্থাপন করে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে। তার অংশীদারত্বের গণতন্ত্রই...

The post সিরাজুল আলম খানের দর্শন অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রগঠনে দিশারি: আ স ম রব appeared first on Serajul Alam Khan Center.

]]>
স্বাধীনতার পতাকা উত্তোলক এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, সিরাজুল আলম খান জাতি-রাষ্ট্র নির্মাণে একদিকে যেমন রূপকার ও প্রধান কারিগর ছিলেন, তেমনি জাতীয়তাবাদ বিকাশের পথ প্রদর্শক হিসেবেও ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। তার রাজনৈতিক কর্মসূচি অংশগ্রহণমূলক গণতন্ত্রের নতুন ভিত্তি স্থাপন করে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে। তার অংশীদারত্বের গণতন্ত্রই স্বৈরাচার, দলতন্ত্র এবং ফ্যাসিবাদের ভিত্তিমূলে আঘাত হেনে নতুন এক অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত করবে।

শনিবার (৩০ নভেম্বর) সিরাজুল আলম খান সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মোশারেফ হোসেন মন্টু গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, সিরাজুল আলম খানের ‘১৪ দফা খ্যাত নতুন রাজনৈতিক ব্যবস্থাপনা’ ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই কর্মসূচিতে অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় জনগণের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে কার্যকর ভূমিকা নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত। ভবিষ্যতে যেকোনো ফ্যাসিবাদী শাসন প্রতিরোধে ইহা সুস্পষ্ট রূপরেখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল আলম আলম খান সেন্টার ও রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান রায়হানুল ইসলাম। 

সভায় বক্তব্য রাখেন রাষ্ট্রচিন্তক গবেষক সলিমুল্লাহ খান, বিএনপি নেতা আব্দুস সালাম, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাখাওয়াত হোসেন টুটুলসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিরা।

সলিমুল্লাহ খান বলেন, ফ্যাসিবাদ আবার নির্লজ্জভাবে ক্ষমতায় আসতে চাচ্ছে। কিন্তু জনগণ তা মেনে নেবে না। সিরাজুল আলম খান সেন্টার ও রিসার্চ  ইনস্টিটিউট সম্পর্কে তিনি বলেন, এই কেন্দ্র একদিন আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হবে।

সভায়  শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ১৪ দফার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো রাষ্ট্রের নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ভারসাম্য রক্ষা করা। ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার একটি নতুন কাঠামো তৈরির দিকনির্শেনা রয়েছে এতে। পাশাপাশি সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করার বিষয়টিও এতে অগ্রাধিকার পেয়েছে। এই কর্মসূচি শুধু স্বাধীনতার আদর্শের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ নয়, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষারও মূর্ত প্রতিফলন।

সাখাওয়াত হোসেন টুটুল বলেন, ১৪ দফা স্বাধীনতার প্রতিশ্রুতি—সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। তার দর্শন শুধু অতীতের ঐতিহাসিক চেতনা নয় বরং ভবিষ্যতের জন্য একটি কার্যকর ও সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে।

সিরাজুল আলম খান সেন্টার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি রায়হানুল ইসলাম বলেন, এই সেন্টার সকল ধরনের জ্ঞান চর্চা, অর্থনীতি, কৃষ্টি, শিক্ষা, সাহিত্য, মানবিক ও পরিবেশর ওপর আলোচনা, সেমিনার করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও বাঙ্গালি জাতির ইতিহাস নিয়ে গবেষণামূলক কাজ করবে।

News Sources

The post সিরাজুল আলম খানের দর্শন অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রগঠনে দিশারি: আ স ম রব appeared first on Serajul Alam Khan Center.

]]>
https://sakcenter.org/2025/04/08/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%85/feed/ 0 37868
রাষ্ট্র চিন্তক সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্র ও ইন্সটিটিউটের উদ্বোধন https://sakcenter.org/2025/04/07/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86/ https://sakcenter.org/2025/04/07/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86/#respond Mon, 07 Apr 2025 07:23:55 +0000 https://sakcenter.org/?p=37865 বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আ.স.ম আবদুর রব বলেছেন, জাতি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম না হলে আমাদের পরিচয় হতো ‘ভারতীয় বাঙালি’ না হয় ‘পাকিস্তানি বাঙালি’। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রাষ্ট্র চিন্তক সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্রের উদ্বোধনীতে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা নিজের পিতাকে অস্বীকার করার সামিল।

The post রাষ্ট্র চিন্তক সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্র ও ইন্সটিটিউটের উদ্বোধন appeared first on Serajul Alam Khan Center.

]]>
বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আ.স.ম আবদুর রব বলেছেন, জাতি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম না হলে আমাদের পরিচয় হতো ‘ভারতীয় বাঙালি’ না হয় ‘পাকিস্তানি বাঙালি’। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রাষ্ট্র চিন্তক সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্রের উদ্বোধনীতে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা নিজের পিতাকে অস্বীকার করার সামিল।

The post রাষ্ট্র চিন্তক সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্র ও ইন্সটিটিউটের উদ্বোধন appeared first on Serajul Alam Khan Center.

]]>
https://sakcenter.org/2025/04/07/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86/feed/ 0 37865
স্বাধীনতার রূপকার সিরাজুল আলম খান সেন্টার এর উদ্বোধন https://sakcenter.org/2025/04/07/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c-2/ https://sakcenter.org/2025/04/07/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c-2/#respond Mon, 07 Apr 2025 07:17:17 +0000 https://sakcenter.org/?p=37857 সিরাজুল আলম খানের দর্শন:অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রগঠনে দিশারি………আ স ম রব স্বাধীনতার পতাকা উত্তোলক এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সভাপতি আ স ম আবদুর রব বলেন, সিরাজুল আলম খান জাতি-রাষ্ট্র নির্মাণে একদিকে যেমন রূপকার ও প্রধান কারিগর ছিলেন, তেমনি জাতীয়তাবাদ বিকাশের পথ প্রদর্শক হিসেবেও ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর রাজনৈতিক কর্মসূচি অংশগ্রহণমূলক গণতন্ত্রের নতুন ভিত্তি স্থাপন...

The post স্বাধীনতার রূপকার সিরাজুল আলম খান সেন্টার এর উদ্বোধন appeared first on Serajul Alam Khan Center.

]]>
সিরাজুল আলম খানের দর্শন:
অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রগঠনে দিশারি
………আ স ম রব

স্বাধীনতার পতাকা উত্তোলক এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সভাপতি আ স ম আবদুর রব বলেন, সিরাজুল আলম খান জাতি-রাষ্ট্র নির্মাণে একদিকে যেমন রূপকার ও প্রধান কারিগর ছিলেন, তেমনি জাতীয়তাবাদ বিকাশের পথ প্রদর্শক হিসেবেও ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর রাজনৈতিক কর্মসূচি অংশগ্রহণমূলক গণতন্ত্রের নতুন ভিত্তি স্থাপন করে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে। তাঁর অংশীদারিত্বের গণতন্ত্রই স্বৈরাচার, দলতন্ত্র এবং ফ্যাসিবাদের ভিত্তিমূলে আঘাত হেনে নতুন এক অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত করবে।
তিনি বলেন, সিরাজুল আলম খানের ‘১৪ দফা খ্যাত নতুন রাজনৈতিক ব্যবস্থাপনা’ ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই কর্মসূচীতে অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় জনগণের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে কার্যকর ভূমিকা নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত। ভবিষ্যতে যেকোনো ফ্যাসিবাদী শাসন প্রতিরোধে ইহা সুস্পষ্ট রূপরেখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল আলম আলম খান সেন্টার ও রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান রায়হানুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন রাষ্ট্রচিন্তক গবেষক সলিমুল্লাহ খান, বিএনপি নেতা আব্দুস সালাম জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাখাওয়াত হোসেন টুটুল সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্বগণ।
সলিমুল্লাহ খান বলেন, ফ্যাসিবাদ আবার নির্লজ্জভাবে ক্ষমতায় আসতে চাচ্ছে। কিন্তু জনগণ তা মেনে নেবে না।তিনি আরো বলেন,সিরাজুল আলম খান সেন্টার ও রিসার্চ ইনস্টিটিউট সম্পর্কে বলেন, এই কেন্দ্র একদিন আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হবে।
সভায় শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন,১৪ দফার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো রাষ্ট্রের নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ভারসাম্য রক্ষা করা। ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার একটি নতুন কাঠামো তৈরির দিকনির্শেনা রয়েছে এতে। পাশাপাশি, সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করার বিষয়টিও এতে অগ্রাধিকার পেয়েছে। এই কর্মসূচি শুধু স্বাধীনতার আদর্শের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ নয়, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষারও মূর্ত প্রতিফলন।
সাখাওয়াত হোসেন টুটুল বলেন, ১৪ দফা স্বাধীনতার প্রতিশ্রুতি—সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। তার দর্শন শুধু অতীতের ঐতিহাসিক চেতনা নয়, বরং ভবিষ্যতের জন্য একটি কার্যকর ও সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে।

সিরাজুল আলম খান সেন্টার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি রায়হানুল ইসলাম বলেন এই সেন্টার সকল ধরনের জ্ঞান চর্চা, অর্থনীতি, কৃষ্টি, শিক্ষা, সাহিত্য, মানবিক ও পরিবেশ এর উপর আলোচনা, সেমিনার করবে।
তিনি আরোও বলেন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও বাঙ্গালি জাতির ইতিহাস নিয়ে গবেষণামূলক কাজ করবে।

News Sources

The post স্বাধীনতার রূপকার সিরাজুল আলম খান সেন্টার এর উদ্বোধন appeared first on Serajul Alam Khan Center.

]]>
https://sakcenter.org/2025/04/07/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c-2/feed/ 0 37857
সিরাজুল আলম খান সেন্টার উদ্বোধন আজ https://sakcenter.org/2025/04/06/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89/ https://sakcenter.org/2025/04/06/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89/#respond Sun, 06 Apr 2025 07:17:25 +0000 https://sakcenter.org/?p=37860 স্বাধীনতা আন্দোলন ও সশস্ত্র সংগ্রামের প্রধান সংগঠক সিরাজুল আলম খান সেন্টার এ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠান আজ শনিবার বিকাল ৩টায় ঢাকাস্থ এলএম টাওয়ার, ক/৮৭ জোয়ার সাহারা বাজার রোডে অনুষ্ঠিত হবে। সিরাজুল আলম খান সেন্টার এ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধন করবেন স্বাধীনতার পতাকা উত্তোলক, ডাকসুর সাবেক ভি.পি, জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। অনুষ্ঠানে সিরাজুল আলম খান–দাদা’র...

The post সিরাজুল আলম খান সেন্টার উদ্বোধন আজ appeared first on Serajul Alam Khan Center.

]]>
স্বাধীনতা আন্দোলন ও সশস্ত্র সংগ্রামের প্রধান সংগঠক সিরাজুল আলম খান সেন্টার এ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠান আজ শনিবার বিকাল ৩টায় ঢাকাস্থ এলএম টাওয়ার, ক/৮৭ জোয়ার সাহারা বাজার রোডে অনুষ্ঠিত হবে।

সিরাজুল আলম খান সেন্টার এ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধন করবেন স্বাধীনতার পতাকা উত্তোলক, ডাকসুর সাবেক ভি.পি, জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। অনুষ্ঠানে সিরাজুল আলম খান–দাদা’র সহযোদ্ধা, শুভাকাঙ্খী, বুদ্ধিজীবী, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সিরাজুল আলম খান সেন্টার এ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান রায়হানুল ইসলাম। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে– উদ্বোধন, আমন্ত্রিত অতিথিদের আলোচনা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও সমাপনী। উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে সবান্ধব আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কমিটি। প্রেস বিজ্ঞপ্তি।

News Sources

The post সিরাজুল আলম খান সেন্টার উদ্বোধন আজ appeared first on Serajul Alam Khan Center.

]]>
https://sakcenter.org/2025/04/06/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89/feed/ 0 37860
সিরাজুল আলম খান সেন্টার https://sakcenter.org/2025/04/05/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0/ https://sakcenter.org/2025/04/05/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0/#respond Sat, 05 Apr 2025 07:12:59 +0000 https://sakcenter.org/?p=37854 বাংলাদেশের রাজনীতিতে ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত ছিলেন সিরাজুল আলম খান। তিনি ছিলেন রাজনৈতিক তাত্ত্বিক ও রাষ্ট্রবিজ্ঞানী। জাতীয়তাবাদী চেতনাকে বিকশিত করে বাংলাদেশিদের স্বাধীন জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে ১৯৬২ সালে গোপন সংগঠন গড়ে তোলেন তিনি। নিউক্লিয়াস নামে গড়ে ওঠা সংগঠনের তিনিই ছিলেন মূল উদ্যোক্তা। নিউক্লিয়াস ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ নামেও পরিচিত। ১৯৬৯-৭০ সালে গণআন্দোলনের চাপে ভেঙে পড়া পাকিস্তানি শাসনের...

The post সিরাজুল আলম খান সেন্টার appeared first on Serajul Alam Khan Center.

]]>
বাংলাদেশের রাজনীতিতে ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত ছিলেন সিরাজুল আলম খান। তিনি ছিলেন রাজনৈতিক তাত্ত্বিক ও রাষ্ট্রবিজ্ঞানী। জাতীয়তাবাদী চেতনাকে বিকশিত করে বাংলাদেশিদের স্বাধীন জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে ১৯৬২ সালে গোপন সংগঠন গড়ে তোলেন তিনি। নিউক্লিয়াস নামে গড়ে ওঠা সংগঠনের তিনিই ছিলেন মূল উদ্যোক্তা। নিউক্লিয়াস ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ নামেও পরিচিত। ১৯৬৯-৭০ সালে গণআন্দোলনের চাপে ভেঙে পড়া পাকিস্তানি শাসনের সমান্তরালে ‘নিউক্লিয়াস’-এর সিদ্ধান্ত অনুযায়ী সংগঠন করা হয় ছাত্র-ব্রিগেড, যুব-ব্রিগেড, শ্রমিক-ব্রিগেড, নারী-ব্রিগেড, কৃষক-ব্রিগেড, সার্জেন্ট জহুর বাহিনী। এদের সদস্যরা ভেঙে পড়া পাকিস্তানি শাসনের পরিবর্তে যানবাহন চলাচল, ট্রেন-স্টিমার চালু রাখা, শিল্পকারখানায় উৎপাদন অব্যাহত রাখা এবং থানা পর্যায়ে আইনশৃঙ্খ্লা রক্ষা করার দায়িত্ব পালন করে।

নিউক্লিয়াসের সদস্যদের দ্বারা এসব দুরূহ কাজ সম্পাদনের জন্য কৌশল ও পরিকল্পনাও নিউক্লিয়াসের। এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠন এবং ৭ নভেম্বর ১৯৭৫-এর নেপথ্য পরিকল্পনাকারী ছিলেন। তার রাজনৈতিক দর্শনকে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে দিশারি হিসেবে অভিহিত করেন স্বাধীনতার পতাকা উত্তোলক এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। সিরাজুল আলম খান জাতি-রাষ্ট্র নির্মাণে একদিকে যেমন অন্যতম একজন রূপকার ও কারিগর ছিলেন, তেমনি জাতীয়তাবাদ বিকাশের পথপ্রদর্শক হিসেবেও ইতিহাসে স্মরণীয়। তার রাজনৈতিক কর্মসূচি অংশগ্রহণমূলক গণতন্ত্রের নতুন ভিত্তিস্থাপন করে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত করতে সহায়ক।

সিরাজুল আলম খানের উচ্চাশিক্ষা গণিতশাস্ত্রে হলেও দীর্ঘ জেলজীবনে তিনি দর্শন, সাহিত্য, শিল্পকলা, রাজনীতি-বিজ্ঞান, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞান, পরিবেশবিজ্ঞান, সামরিক বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, সংগীত, খেলাধুলা সম্পর্কিত বিষয়ে ব্যাপক পড়াশোনা করেন। ফলে রাষ্ট্রবিজ্ঞানের ওপর গড়ে উঠে তার অগাধ পাণ্ডিত্য ও দক্ষতা। সেই কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হন মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ওশকোশ বিশ্ববিদ্যালয়ে ১৯৯৬-৯৭ সালে। আর্থসামাজিক বিশেষণে সিরাজুল আলম খানের তাত্ত্বিক উদ্ভাবন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়। মার্কসীয় ‘দ্বন্দ্বমূলক বস্তুবাদ’-এর আলোকে বাংলাদেশের জনগণকে শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী হিসেবে বিভক্ত করে ‘রাষ্ট্রীয় রাজনৈতিক’ মডেল হাজির করেছেন সিরাজুল আলম খান। সিরাজুল আলম খান সেন্টার ও রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘স্বাধীনতার রূপকার সিরাজুল আলম খান সেন্টারের উদ্বোধন’ অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, তার অংশীদারত্বের গণতন্ত্রই স্বৈরাচার, দলতন্ত্র এবং ফ্যাসিবাদের ভিত্তিমূলে আঘাত হেনে নতুন এক অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত করবে। তিনি আরও বলেন, সিরাজুল আলম খানের ১৪ দফাখ্যাত নতুন রাজনৈতিক ব্যবস্থাপনা ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই কর্মসূচিতে অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় জনগণের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে কার্যকর ভূমিকা নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত। ভবিষ্যতে যেকোনো ফ্যাসিবাদী শাসন প্রতিরোধে এটি সুস্পষ্ট রূপরেখা। সভায় বক্তব্য দেন রাষ্ট্রচিন্তক গবেষক সলিমুল্লাহ খান, বিএনপি নেতা আব্দুস সালাম, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাখাওয়াত হোসেন টুটুলসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ব্যক্তিত্ব।

News Source

The post সিরাজুল আলম খান সেন্টার appeared first on Serajul Alam Khan Center.

]]>
https://sakcenter.org/2025/04/05/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0/feed/ 0 37854